আগামি ২০ এপ্রিল দেশে যাচ্ছি। সকাল ৭টায় ক্যানবেরা থেকে বাস ধরবো, ১০ টায় সিডনি এয়ারপোর্ট , ১১:৩০ এ সিনডনি থেকে যাত্রা শুরু। রাত ১০:৩০ ঢাকায় পৌছুবো ইনশাল্লাহ।
২ মাস থাকছি এবার।
স্বাতিকে নিয়ে ইনশাল্লাহ ফেরত আসবো ২০ জুন।
নতুন জীবন শুরু হবে। এক স্বপ্নময় জীবন।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।