মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

আতংক

অনেকই খোঁটা দেয় " মিয়া বিদেশে থাকেন, দেশে কি হচ্ছে সেটাতো জানেন না - বুঝেন না", তেমন গায়ে মাখি না, পাল্টা বলিও না যে' আপনে দেশে থাইকা কি করতেছেন?"। এইটা সত্য যে বিদেশে আমরা যারা থাকি তারা নিরাপদেই থাকি। জামাতি বা হেফাজতীরা ইচ্ছা করলেই আমাদের কোপাইতে পারবে না - গুলি করতে পারবে না - রাস্তায় শোয়াইয়া জবাইও করতে পারবে না। কিন্তু দেশে আমরা শেকড় রাইখা আসছি, দেশে থাকা অনেক মানুষই এইটা বুঝতে চায় না যে শেকড় ছেড়ার কস্ট বড় কস্টের। দেশে আমাদেরও পরিবার আছে - স্বজন আছে - বন্ধু আছে। আমি বা আমরা নিরাপদে থাকলেও তারা কিন্তু নিরাপদে নাই। বলা যায় না শয়তানের দল কখন কোথা হতে আইসা কারে মাইরা ফেলায়। আজ কাল অনেক আতংকে থাকি। রাতে ফোন আসলেই কাঁপা হাতে ফোন ধরি, এই বুঝি কোনো খারাপ খবর। এইটা কিন্তু ঠিক যে বিদেশে নিরাপদে বইসা অনেক বড় কথা বলি - ছাগু কার্টুন আইঁকা হিন্দি চুল ফেলি আর মজা লই -স্যাটায়ার লিখি। কিন্তু দেশে আমার যেই ভাইরা জানটাকে বুক পকেটে নিয়া লড়াইয়ে তারা কিন্তু নিরাপদে নাই। যেকোনো মুহুর্তেই কিছু একটা হয়ে যাইতে পারে। সময়টা খুবই খারাপ, সামনে আরো আসছে। সাবধানে থাইকেন। অহিংস হোন আর সহিংস হোন, হাতের কাছে কিছু রাইখেন, সাপ মারতে লাঠি লাগে। নাইলে সেই আপনারে কামড়াবে। 

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।