শনিবার, ১ জানুয়ারী, ২০১১

মধ্যরাতের পদাবলী

৩টি মন্তব্য :
চারদিকে শুনশান নিরবতা। হয়তো নতুন বছরের উৎযাপনে ব্যস্ত সবাই। কিন্তু বদ্ধঘরে সে শব্দ পৌঁছুচ্ছে না। ডেস্কে একলা আমি, কাজে ব্যস্ততার ভান করছি।

প্রথম আলোর মহান বিজয় দিবস ২০১০ বিশেষ সংখ্যায় "গেরিলা থেকে সম্মুখ সমর" খ্যাত মাহবুব আলমের লেখা "সাধারণ মানুষের অসাধারণ যুদ্ধ"পড়ছি। বইটি পড়বার সময় ৭১ এর যে সাহসী মানুষগুলোর কথা জেনেছিলাম সেই সাহসী মানুষগুলোর বর্তমান অবস্থা জেনে নিজেকে অনেক স্বার্থপর ও ছোট মনে হচ্ছে। একজন মকতু মিয়া অন্ধ হয়ে শণির আখড়ায় ভিক্ষে করে আর আমিই হয়তো শণির আখড়া দিয়ে যাবার সময় জানলা গলে হাত বাড়ানো হাতে অবহেলা ভরে ২ টাকা দিয়েছিলাম। বইটির প্রতিটি মানুষ আজ ভালো নেই। ৭১ এর সাহসী মানুষগুলো আজ ভালো নেই। আমরা সুবিধাভোগী মানুষগুলো ভালো আছি, ৭১ এর স্বাধীনতা বিরোধীরা ঠিকই ভালো আছে। অথচ যাদের ভালো থাকার অধিকার ছিলো তারাই নেই। হায় স্বাধীনতা !

নতুন বছর শুরু হলো। নতুন চ্যালেন্জ। নতুন জীবন। নতুন ভাবনা । নতুন স্বপ্ন।

তার কতটুকু পূরন হবে ?
সবাইকে নতুন বছরের শুভকামনা।