শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১

কেমন যেনো ভোঁতা হয়ে যাচ্ছি

একটা সময় ছিলো যখন পৃথিবীর সব কিছুই এমন ভাবে স্পর্শ করতো যেনো এর প্রতিক্রয়া না জানালে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর এখন আশে পাশে কত কিছুই ঘটে যায় কিন্তু খুব স্বাভাবিক  ভাবেই এমন ভাব করে এড়িয়ে যাই যেনো কিছুই ঘটেনি। প্রতিদিন সকালে দেশের  পত্রিকার চোখ বূলাই , মৃত্যুর খবর পড়ি , দুর্ঘটনার খবর পড়ি , ধ্বংসের খবর পড়ি কিন্তু পরমুহুর্তেই ভুলে যাই। প্রচন্ড আত্মকেন্দ্রিকের মতো নিজেকে ব্যস্ত হয়ে পড়ি। এটা কি আত্মকেন্দ্রিকতা নাকি ভোঁতা হয়ে যাওয়া ?

পরিবারের সমস্যার কথা শুনি, অর্থ সংকটের কথা শুনি, অসুস্থতার কথা শুনি - সবকিছু এড়িয়ে যাই যেনো কোথাও কিছু হয়নি।  আসলে আত্মকেন্দিক হয়ে যাচ্ছি। ছোট হয়ে যাচ্ছি জীবনের কাছে।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।