সোমবার, ২৯ জুন, ২০০৯

রবি ঠাকুরের কোলে

অনেক বছর আগের কথা।
দু যুগ হলেও হতে পারে।
রবি ঠাকুরের কোলে উঠেছিলাম সেবার।
লম্বা দাঁড়ি ওলা লম্বাটে আকৃতির রবিন্দ্রনাথ ঠাকুর।
অনেক কিছু ভুলে গেলেও সেই লম্বা দাঁড়ির কথা ভুলতে পারিনা এখনো।
আজ কবি নির্মেলেন্দু গুনের ছবি দেখে পুরোনো স্মৃতি মনে পরে গেলো হঠাৎই।
মানুষটি ছিলেন কবি নির্মলেন্দু গুন। প্রতিবেশী নির্মলেন্দু গুন তখন উনার প্রাক্তন ডাক্তার স্ত্রীর সাথে ময়মনসিঙে থাকতেন।
অনেককাল একটা ভুলের মাঝে ছিলাম। ভাবতাম রবি ঠাকুর !
এখনো মাঝে মাঝে মনে হয় রবি ঠাকুরের কোলে উঠেছিলাম।
বিলম্বিত জন্মদিন আপনাকে , প্রিয় কবি নির্মলেন্দু গুন।
আপনি ভালো আছেন তো ?

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।