রবিবার, ১৭ মে, ২০০৯

সপ্তাহ শেষের কড়চা

সপ্তাহটি বেশ ঢিমে তালে কাটলো। কোনো কিছুতেই তেমন ব্যস্ততা ছিলো না। তবে অফুরন্ত অবসর বলতে যা বোঝায় সেটাও অবশ্য বলা যাবে না। ঝড় শুরু হবার আগে যেমনটি সবকিছু কেমন যেনো থম মেরে থাকে তেমনি, সামনের সপ্তাহগুলো দারুন ব্যস্ততায় যাবে।

আগামী শুক্রবার সিডনী যেতে হবে, বউ - ছেলে দেশ হতে আসছে। সন্ধ্যায় যাবো রাতের শেষ বিমানে ফেরত আসবো। গত ৫ সম্তাহের নিঃসংতা কাটবে। ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে। মনে হচ্ছে কত দিন দেখিনা। এখানে থাকতে হামাগুড়ি দিতো না এখন হামাগুড়ি দিচ্ছে। দাঁড়াতে পারতো না, এখন ধরে ধরে দাঁড়াতে পারছে। দাঁত উঠি উঠি করতে করতে এখন আমার দিব্যসোনার ৩ টা দাঁত।

সপ্তাহে খবরের কাগজ ছাড়া কিছুই পড়া হলো না। কোনো মুভিও দেখা হলো না। ইউরোভিশন ২০০৯ দেখা হলো। সেটাও মনোযোগ দিয়ে দেখা হলো না। নর‌ওয়ের Alexander Rybak এবারের বিজয়ী যদিও আমার ফেভারিট ছিলো আজারবাইজান।

ফেসবুকে বেশ গুঁতোগুঁতি করেছি। মানুষ তার প্রাইভেসী সম্পর্কে কতো উদাসীন সেটা ফেসবুক না দেখলে বোঝা হতো না। অনেক পুরোনো প্রিয় বন্ধুকে ফেসবুকে পাচ্ছি। এ কারনেই মনে হয় ফেসবুকে ঝুলে আছি। মন্দ লাগে না এই অপরবাস্তব পৃথিবী।

সিগারেট ছেড়ে দেবার স্বীদ্ধান্ত নিয়েছি তবে ছাড়তে পারছি না। প্রচন্ড ইচ্ছাশক্তির অভাব।


কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।