বুধবার, ২২ আগস্ট, ২০০৭

দেখা রাম দেখে যায় , খেলারাম খেলে যায়

চলছে গুলি ,
চলবে গুলি,
আবারো ঝরছে রক্ত।
আবার মরবে মানুষ।
মানুষ মরলে কি এসে যায় ?

চলছে কাঁদোনো গ্যাস,
চলবে কাঁদানো গ্যাস,
আবারো কাঁদছে মানুষ।
আবারো কাঁদবে মানুষ।
মানুষ কাঁদলে কি এসে যায় ?

আবারো জ্বলবে আগুন,
ধ্বংস হবে কিছু।
কিচ্ছু এসে যায় না !!

আবারো আসবে জয় ,
সে জয় লুন্ঠিতও হবে।

কি এক নিরন্তন খেলা !!
এ এক আজব লীলা খেলা !!!
মামু, এ এক আজব লীলা খেলা।

দেখা রাম দেখে যায় , খেলারাম খেলে যায়।
আমরা শালা ছাগলের তিন নাম্বার বাচ্চা,
দুই ছাগলে দুদু খায়,
আমরা দেখি,দেখেই খুশিতে নাচি।
খুশ হো খুশ হো।
তাক ধিনা ধিন।
শালার জীবন,
হায়রে বাংলাদেশ!!

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।