সোমবার, ৬ আগস্ট, ২০০৭

শেকড়

কথায় কথায় My Country বলি দেখি দেখে একবার আমার এক হাউসমেট বলেছিলো, কেনো বলি !

অনেক ইন্ডিয়ানকেই বলতে দেখেছি " ইন্ডিয়া " বা চায়নিজকে কথায় কথায় " চায়না " বলতে।
তাহলে আমি শুধুই " বাংলাদেশ " না বলে কেনোই বা My Country বলি বার বার !!

আসলই কেনো বলি ?
মাঝে মাঝে ভাবী, কেনো ?

অনেক অনেক দিন আগের কথা , অস্ট্রেলিয়ান আর্মির এক ব্রিগেডিয়ার জেনারেলের সাথে আলাপ হচ্ছিলো। আমার দেশ জানতে চাইলে যখন বলেছিলাম বাংলাদেশ তখন উনি বলেছিলেন আমি কি অস্ট্রেলিয়াকে ভালোবেসে এখানে থাকতে চাই ?
আমি ইতস্ততা করে বলেছিলাম; আসলে ভালোবাসা নয় , অর্থনৈতিক কারনই মুখ্য।

উনি উনার ইংলিশ বাবার কথা বলছিলেন। সেই ইংলিশ বাবা ৫০ বছর ধরে অস্ট্রেলিয়া , তবুও ইংলেন্ডকেই My Country বলেন সব সময়। সেই অস্ট্রেলিয়ান আর্মি অফিসার হেসে হেসে বলেছিলেন তার Old dad ইংলিশ হলেও উনি পাক্কা অজি। উনি এটাও বলেছিলেন আমার পক্ষে কোনোদিনই অস্ট্রেলিয়াকে My Country বলা হবে না। My Country বাংলাদেশই রয়ে যাবে।
হয়তো আমার পরবর্তি প্রজন্ম বলবে তারা "অজি "।

শেকড়, শেকড়।
শুভ ভাই এজন্যই বলেন " শেকড় পোঁতা রয়েছে বাংলা মায়ের নরম মাটিতে "। এ শেকড় কচুরিপানার শেকড় নয় যে পানিতে ভেসে বেড়াবে।

বাংলার শেকড় থেকে একদিন শাখা শেকড় বেরুবে। সে শেকড় অস্ট্রেলিয়ার মাটিতে প্রসারিত হবে।
আর আমি পিতৃ শেকড় এ মাটিতে প্রসারিত হতে পারবো না।
এটাই পরম সত্য।

চিরটাকাল স্বপ্নই দেখে যাবো পেছনে রেখে আসা বাংলা মাকে।
হয়তো ফেরত যাবো , হয়তো না।
সে স্বপ্ন কি পূরন হবে না ?
হবে।

৪টি মন্তব্য :

  1. আপনি প্রায়ই বলেন, লেখালেখি হয়না আপনার। এইসব বিনয়ের কোন মানে নাই আসলে। লেখালেখি না হলে এটা কি?

    উত্তরমুছুন
  2. আপনার মন্তব্য আমার বাড়িতে পেয়ে আনন্দিত হয়েছি। অনেক আগেই যদিও জানানোর কথা ছিলো কিন্তু কেন যেন লেখার পরেও আপনার পেজে সেটা এলোনা। বাধ্য হয়ে অন্য একটা দিন থেকে আজকের এই সময়টা তুলে নিলাম।
    ভালো থাকবেন আশা করি।

    -

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।