বুধবার, ২ মে, ২০০৭

ফজলার রহমান এবং মুক্তিযুদ্ধের চেতনা

রংপুরের গংগাচড়ার হতদরিদ্্র মুক্তিযোদ্ধা ফজলার রহমান ,স্বাধীন দেশে থাকতে কেমন লাগে জানতে প্রথম আলোকে বলেন " খিদা নাগে বাহে , খুব খিদা "

স্বাধীনতার 35 বছর পর যখন একজন স্বাধীনতার সুফল ভোগী হয়ে যখন এ লেখা পড়ি তখন কি আমাদের একটুও খারাপ লাগে না ?
কোথায় যায় আমার বা আমাদের বিবেক , চেতনা??

সোনারগাঁ বা প্রেসস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় লেকচার দিয়ে দামি বি.এম.ডবি্ল গাড়ি চালিয়ে বাসায় গিয়ে পেট ভরে ভাত খাই বা কে.এফ.সি তে মুরগির রান চিবুই তখন কি একবারো আমাদের সেই সাহসি মানুষগুলোর কথা মনে পড়ে ?

আজ যখন সেই সাহসী মানুষটার মেয়ে ফতোয়ার শিকার হয় , সেই মানুষটাকে জুতার মালা পড়িয়ে ঘোরানো হয় তখন কোথায় যায় আমাদের চেতনা ?
যখন একজন মুক্তিযোদ্ধাকে ভিক্ষার ঝুলি হাতে হাত পাততে হয় তখন কোথায় থাকে আমাদের চেতনা ?

হায়রে আমাদের চেতনা , হায়রে আমাদের কৃতগ্যতাবোধ !! যখন সেই সর্ব কালের সেরা সাহসী সন্তানকে অভাবের লজ্জায় গলায় দড়ি দিতে হয় তখন কোথায় থাকে আমার বা আমাদের মানবতা ?

যখন সেই সাহসী মানুষটা যে একদিন সব কিছুর মায়া ছেড়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল মুক্তযুদ্ধে , অস হায় অবস্তা য় রাজাকারের গুলিতে মরতে হয় , তখন তার সে খবর আমরা খবরের 13 নাম্বার পাতায় ছেপেই খালাস !
হায়রে আমাদের চেতনা , মানবতা !

সুবিধাবাদি মধ্যবিত্ত সমাজের অংশ হয়ে লজ্জা হয় আমার,
আমি তো তাদেরই অংশ যারা মুক্তিযোদ্ধার গল্লকবিতা লিখে বাহাবা নেই ,
একুশে বা বাংলা একাডেমি পদক নেই ,
সেই আমিই 71 এ দৈনিক পাকিসতানে কাজ করি বা পার্ক স্ট্রিটের বারে রংগিন পানিয় হাতে জয় বাংলা বলি !
আজ আমিই ও মুক্তিযোদ্ধা !!

হাহ ... কি রসিকতা ??
16 ডিসেম্বরে বড় বড় কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে বিজয় সংখায় বেশ রসিয়ে একটা নিবন্ধ ও লিখে ফেলি .
একটা কবিতা লিখে ফেলি আবেগ দিয়ে ...একটা চেক তো পাওয়া যাবে !!!!
পলটনে বড় বড় কথা বলি রাজাকার জামাতের বিরুদ্ধে ,14 ডিসেম্বরে রায়ের বাজার সৌধে যাই ফুল দিতে ক্ষমতা যাবার যুদ্ধ করি , আবার একি সাথে বসে ইফতার খাই , চা খাই , পান করি ..ছেলে মেয়ের বিয়ের সম্মন্ধ নিয়ে আলাপ করি , রাজাকার জারজকে হালাল বানাই ..
হায়রে চেতনা ?

আজ মুক্তিযুদ্ধ বাজারের পন্য ... যে যেভাবে পারছি ব্যব হার করছি ।

লজ্জা হয় , কষ্ট হয় , আমিওতো আমি এদের একজন দেশ থেকে পালিয়ে আরামে বসে বড় বড় কথা লিখছি ।
দাউদ হায়দারের সেই কথা টা মনে পড়ে যায় তখন " জন্মই আমার আজন্ম পাপ "

মাহবুব সুমন
ক্যানবেরা
22 ডিসেম্বর 2006
খবর সূত্র: প্রথম আলো 21 ডিসেম্বর 2006 সংখা ( প্রথম পাতা )

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।