সোমবার, ১৪ মে, ২০০৭

তাসনীম খলিল,আহমেদ নূর,সুশীল সমাজ ও জলপাইয়ের আচার

তাসনীম খলিলের মুক্তি আন্দোলনের সফলতা হিসেবে গন্য করতে পারছি না আমি। আমার পোস্টে এটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। ডেইলী স্টার , হিউম্যান রাইটস ওয়াচ ও সিএনএন এর ব্যানার থাকাতে ও অন্যান্য সুশীল সমাজের প্রেসার ও লবিং কাজ করাতেই এতো স হজে তার মুক্তি। এর জন্য আণ্মতৃপ্তিতে ভুগতে আমি রাজী নই।

দূঃভাগ্য নূর ভাই, আপনার পেছনে এই সব সুশীল সমাজের লবিং ও নাই, নাই বিশাল সব ব্যানার। এর জন্য জেলে বসে পঁচতে হয় আপনাকে। খেতে হয় বেদম পিটুনী। পেতে হয় চাঁদাবাজ খেতাব। আপানারই ভূল, সিলেটে না বসে থেকে ঢাকায় এসে বড় পত্রিকার লেজুর বৃততি চালায় যেতেন। তাহলে এরকম দূঃভাগ্য আপনাকে হতো না। সুশীল সমাজের অংশ না হয়ে ভুলই করেছেন। আপনারা মার কাবেন আর সেই মারের সুফল নেবে সুশীল সমাজ। আপনারা রক্ত দেবেন আর সে রক্তের সাগরে নৌকা বেয়ে সাফল্যের ভাগ বসাবে কিছু ড্রয়িংরুম বাসী রাজনৈতিক কলাম লেখক।
আসলেই ভুলল করেছেন।
না হলে........জালপাইয়ের আচার টক না মিষ্টি সেটা বুঝতেও হতো না।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।