বুধবার, ৯ মে, ২০০৭

মুখোশ

রিকশায় একা @ টি.এস.সি।
পাশের রিকসায় হুড তোলা রিকসায় ঘনিষ্ঠভাবে বসা দুটো ছেলে-মেয়ে,
প্রানখোলা হাসি দুজনার,
ভাবছি তারা কি মুখোশ পরা ?

রিকসায় একা @ মতিঝিল।
পাশের গাড়িতে হালকা মোচওলা ছিম ছাম এক ভদ্রলোক,
মোবাইলে কার সাথে যেনো হেসে হেসে কথা বলছে,
সে কি সুখি ! কি বলছে সে ?
ভাবছি সে কি মুখোশ পরা ?

শপিং মলে হাঁটছি, সাথে বড়ভাই সম বন্ধু।
দোকানের কাউন্টারে বসা দোকানি,
কি যেনো ভাবছে,
ব্যবসা ? নাকি অন্য কিছু !
ভাবছি সেও কি মুখোশ পরা ?

বাসের সিটে একা, যাচ্ছি উততরা।
সামনের সিটে বসা একটা সুন্দর মেয়ে সাথে একটা ছেলে। সম্ভবত ছোট ভাই।
বাস স্টপেজে দেখলাম মেয়েটার সাথে আরেকটা ছেলের চোখের ভাষা বিনিময়।
বাসে উঠে সেই চেনা ছেলেই অচেনা।
ভাবছি সেও কি মুখোশ পরা ?

রাস্তার পাশে বসে ইটালী হোটেল।
দূপুরের খাবার সারছে ১ জন বিকসাচালক, পাশেই তার রিকসা।
চোখে মুখে পরম তৃপ্তি।
দাঁড়িয়ে দেখছি আর ভাবি...
ভাবছি সেও কি মুখোশ পরা ?

আজাকল কেনো জানি মনে হয় সবাই মুখোশ পড়া। খোলসের ভেতরের মানুষটাকে ছিড়ে ফুড়ে দেখতে ইচ্ছে হয় তার ভেতর টাকে। জানতে ইচ্ছে হয় কি ভাবছে সে।মনের চোখ দিয়ে দেখতে ইচ্ছে হয় তার মন টাকে। অনুভব করতে ইচ্ছে হয় তার অনুভবকে।
আমিও কি সেই মুখোশ পরার দলে?

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।