বুধবার, ২ মে, ২০০৭

কে.এফ.সির মুরগি, সিনেপ্লেক্সের সিনেমা ও মর্জিনার সুখ

বিদেশে থাকায় আর্থিক স্বামর্থ সামান্য বাড়াতে কে.এফ.সির মুসগীর ঠ্যাং চিবানোর ক্ষমতা বেড়েছে । দেশে থাকলে হয়তো সেটা কিছুটা কম হতো । ঢাকাকে ফরেন ফরেন লাগে।

সিনেপ্লেক্সে মুভি দেখে ভাবছি দেশ ভালোই এগিয়েছে। এ/সি রুমে বসে পপ কর্ন ও পেপসি খেতে খেতে ভাবছি " দেশ এগিয়ে যাচ্ছে , ভাবতে ভালোই লাগে।"

বসুন্ধরা সিটি....বিশাল শপিং মল... সারি সারি দোকান , ফুড কোর্টে বিচিত্র রকম খাবারের সমারোহ...মোটা সোটা বালিকা বন্ধুর সাথে চিকন আলী বালক বন্ধুর কলাকলি, রাস্তায় দামী গাড়ি ...ভাবতে ভালোই লাগে। দেশ এগিয়ে যাচ্ছে।

বিলবোর্ডে মোবাইল কোম্পানীর ১ সেকেন্ড পালসের ওফার, কে বলবে আমাদের জিডিপি পৃথিবীর আর অনেক সব গরীব দেশের চাইতেই অনেক কম। খেতে না পারি মোবাইল থাকতে হবে। প্রযুক্তির ইঁদুর দৌড়ে পিছনে পড়তে চাই না আমরা।

রাস্তায় দামী গাড়ি , এমন অনেক দামি কিছু গাড়ী দেখতে বিদেশেও দেখা যায় কম। কে বলবে বাংলাদেশে ট্যাক্স দেবার লোক কম!

দামি গাড়ীর শো রুম , দামি গাড়ির সেক্সি চালানো ,একি সাথে বাদুর ঝোলা হয়ে ৬ নাম্বার বাসে ঠেসাঠেসি। চলছে ঠেলাগাড়ি , ঝড়ছে ঘাম । ভাবতে ভালোই লাগে, দেশ এগিয়ে যাচ্ছে।

রাস্তায় চেক পোস্ট , সামরিক শান্তিতে আমরা সুখেই আছি।

বস্তি ভাঙা হচ্ছে, ঢাকাকে তিলোততমা করে গড়ে তোলা হচ্ছে।

পিজা হাটে ঢোকার সিরিয়াল দেখে কে বলবে দেশের বেশির ভাগ মানুষই চরম দারিদ্রসীমার নিচে। ১৫০ টাকা দামের ছোট পিজ্জা টাকা দিয়ে মর্জিনার কদিনের খোরাক হবে সেটার ভাব্বার আমি কে!

সোডিয়াম বাতির নিচে বসা মর্জিনার মার সুখ দূঃখ দেখার টাইম নাই আমার। সারাদিন কটা পিঠা বেচে ১০০ টাকা দিয়ে তেঁজগাঁর বস্তিতে ফীরে যাবে মর্জিনার মা ও মর্জিনা। আমিতো ব্যস্ত ১৫২০ টাকা দিয়ে কেনা ফ্রাইড চিকেন চিবুতে।

কাল কি মর্জিনা পিঠা বিক্রি করতে পারবে ? সে কি সুখে আছে? ধাত্ কি সব আবোল তাবল বলছি আমি। আমিতো ব্যস্ত কাল কোথায় কত টাকা খরচ করে খাওয়া যাবে সেটার চিন্তায়। ব্লগে লেখার একটা প্লট পেয়েছি। এটাই অনেক কিছু। কিছু হিট জমবে। কিছু আহ্‌ উহ্‌ শুনবো। আবার ভুলে যাবো সব।

ভাবতে ভালোই লাগে, দেশ এগিয়ে যাচ্ছে।
আলোর নীচে রাজ্যের অন্ধকার।
উপরে ফিটফাট নীচে সদরঘাট।
আহ কি শান্তি।
(৩ দিন ধরে খুব খারাপ লাগছে, এ সব দেখে)

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।