বুধবার, ১৮ এপ্রিল, ২০০৭

ভাষা বিভ্রম

জন্ম বগুড়ায়। বগুড়ার ভাষা বুঝলেও বলতে পারি না।
বেড়ে ওঠা উত্তরবংগে, বিশেষ করে বৃহত্তর রংপুর অনচলে। সেখান কার ভাষা কিছুটা বলতে পারি তবে বুঝতে পারি পুরোটাই।
বৃহত্তর দিনাজপুরে বাড়ি হওয়াতে সেখানকার ভাষা বুঝতে পারি , বলতে গেলে হোঁচট খেতে হয়। তবে 2/1 দিন সেখানে থাকলে কিভাবে যেনো দিনাজপুরি টান চলে আসে কথায়।
আবার বাবা-মার আদি বাড়ি বৃহত্তর ময়মনসিংহ হওয়াতে সেখানকার ভাষায় ভালোভাবে বুঝতে পারি , বলতেও পারি, তবে ভালোভাবে না।
কিশোরবেলার কিছু অংশ পুরান ঢাকায় থাকাতে কুট্টি ভাষা ভালোভাবেই বুঝতে পারি, কিছুটা বলতেও পারি। একসময়তো কথায় বেশ টানও চলে এসেছিলো।আবার ঢাকায় অনেকদিন থাকাতে ঢাকার আনচলিক ভাষার বেশ টান চলে আসে কথায়।
ইংলিশের বেলাতেও একি অবস্থাা। একসময় আমেরিকান এক্সেন্ট চেষ্টা করলেও গত বেশ ক বছর অস্ট্রেলিয়ায় থাকাতে অজি টান চলে এসেছে। ইংলিশে এখন আমেরিকান-অজি-বাংলাদেশী এক্সেন্ট। খিচুরি ইংলিশ।
হিন্দি বুঝি, তবে বলতে তেমন পারি না। বলতে গেলে বাংলা-হিন্দি-ইংলিশ মিশিয়ে হাস্যকার ভাবে বলি।
উদর্ু বুঝি , তবে কখনোই বলি না। ছোটবেলায় একসময় সামান্য উদর্ু শিখেছিলাম।
আরবী একসময় পড়তে পারলেও চচার্ না থাকাতে এখন আর পারি না।জন্ম থেকে আজ পর্যন্ত এতো জায়গা ঘুরেছি যে নিজস্ব ভাষা সত্বা বলে কিছু আমার নাই এখন আর।
জটিল অবস্থা আমার ।
----------
বাঙলা বানান ভুল হলে মাইন্ড কইরেন না ।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।